রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে লক্ষ্মীপুরে এমপি পিঙ্কুকে সংবর্ধনা 

লক্ষ্মীপুর প্রতিনিধি 

চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে লক্ষ্মীপুরে এমপি পিঙ্কুকে সংবর্ধনা 

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি ও জেলা আ.লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিঙ্কুকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। গত সোমবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে এ নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। এর আগে ফিতা কেটে প্রেস ক্লাব ভবনের উদ্বোধন করেন এমপি। 

চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-৩ আসনের এমপি ও জেলা আ.লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিঙ্কু।

চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক নেতারা, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতি ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা এমপি পিঙ্কুকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাবু মনীন্দ্র কুমার নাথ, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মফিজ উদ্দিন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন, জেলা আ.লীগের প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ প্রমুখ। 

এ সময় চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের কর্মকর্তা ও সদস্যরাসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে সংবর্ধিত প্রধান অতিথি এমপি পিঙ্কু চন্দ্রগঞ্জে উপজেলা বাস্তবায়নসহ প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন।

টিএইচ